আমার কাজই খেলাধূলা করাঃ তাসকিন
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ টাইগারদের সিরিজ স্থগিত হওয়ায় বেশ কষ্টও পেয়েছেন। তবে পরিস্থিতি তো মেনে নিতেই হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরেরে হোম অব ক্রিকেটে অনুশীলনের পর সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন তাসকিন। করোরা বিরতির পর বিসিবি’র অধীনে আজই প্রথম অনুশীলন করেছেন এই ডানহাতি পেসার। তবে এর আগেও নিজের ঘরে ও রাজধানীর বসিলাতে বালু মাঠে ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। ফিটনেস নিয়ে এবার বেশ সতর্ক তাসকিন। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে মাঝে-মধ্যে অনেক অস্থির হয়ে যাচ্ছি যে খেলতে পারছি না অনেকদিন ধরে। ঘরে থাকা, একঘেয়েমি সব কিছু। ঘরে থাকায় হয়ত ট্রেনিং করা… একই কাজ প্রতিদিন। আমার কাজই খেলাধুলা করা, খেলতেই পারছি না। অনেকের হয়ত জব শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে কিন্তু খেলাই বন্ধ। তো নিঃসন্দেহে এটা একটু খারাপ লাগছে। যত দ্রুত শুরু হয় সেটাই কামনা করছি এবং দেশের পরিস্থিতি যেন ভালো হয়।