মেসি থাকতে চাইলে পদত্যাগ করতেও রাজি বার্তোমিউ!
লিওনেল মেসি বার্সেলোনায় থাকতে চাইলে প্রয়োজনে ক্লাব সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন হোসে মারিয়া বার্তোমিউ। এমনটাই বলছে স্প্যানিশ গণমাধ্যম।
টিভিথ্রি নামের একটি স্প্যানিশ গণমাধ্যম বলছে, মেসি যদি জনসম্মুখে ঘোষণা দেন তিনি বার্সায় থাকবেন তাহলে সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন বার্তোমিউ। এমন কথা নাকি জানিয়েছেন তিনিই।
তার এমন ঘোষণায় এবার সব চাপ চলে গেল মেসির কাঁধে। এবার দেখার অপেক্ষা তিনি কি ঘোষণা দেন।
এর আগে গেল মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা। তার এমন ঘোষণায় ফুঁসে ওঠে বার্সেলোনা সমর্থকরা। ক্লাবের সামনে বিক্ষোভে ফেটে পড়ে তারা। বার্তোমিউর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা।
বিভিন্ন গণমাধ্যমে এসেছে, বর্তমান কমিটির নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তবে মেসির সাবেক ম্যানেজার জানিয়েছেন, বার্তোমিউয়ের পদত্যাগের সঙ্গে মেসির ক্লাব বদলের কোন সম্পর্ক নেই।
এরইমধ্যে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, শীঘ্রই ক্লাব ছাড়ার বিষয়ে মুখ খুলবেন মেসিও। সেখানেই জানাবেন কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
এরমধ্যে মেসির সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চেয়েও পারেননি ক্লাব সভাপতি বার্তোমিউ। তাই এবার এমন ঘোষণা দিয়েছেন তিনি।