রাজধানীর সড়কে অবাধ চলাচলের বাধা মহাখালী বাসস্ট্যান্ড
রাজধানীর সড়কে যানবাহনের অবাধ চলাচলে যেন বাধা হয়ে উঠেছে মহাখালী বাসস্ট্যান্ড। শহরের মাঝখানে আন্তঃজেলা বাসস্ট্যান্ড থাকায়, বাড়তি বাসের চাপে দেখা দিচ্ছে নানামুখী সমস্যা। একই সঙ্গে মহাখালী-সাতরাস্তা মোড় পর্যন্ত সড়ক টার্মিনালে বাসের দখলে থাকায়, এ এলাকার যানজট তীব্র আকার নেয় প্রায় প্রতিদিনই।
১৩ সেপ্টেম্বর রোববার, সকাল নয়টা. রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা। একটু খেয়াল করলেই দেখা যায় টার্মিনাল থেকে বাস বের করতেই ঘাম ঝরাচ্ছেন ট্রাফিক সংশ্লিষ্টরা।
এবার বনানী মোড়ের হাল। ফ্রেমবন্দি মোট ১৭ টি বাসের মধ্যে ১৩ টিই ঢাকার বাইরের, যাদের সবার গন্তব্যই মহাখালী বাস টার্মিনাল। অথচ রাজপথে বহিরাগত এসব বাসের আধিক্য না থাকলে কিছুটা হলেও চলাচল সুগম হতো নগর পরিবহনের। স্বস্তিদায়ক হতো নগরে চলাচল।
দুর্ভোগের কি এখানেই শেষ। টার্মিনালের ভেতর যেতে প্রতিটি বাসকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় প্রধান সড়কে। যা এই পথে চলাচলকারীদের জন্য যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
রাস্তার উপর এসব গাড়ি রাখার ক্ষেত্রে কঠোর হবার কথা জানালেও স্থানান্তরের বিষয়ে আপাতত সুখবর দিতে পারেননি খোদ মেয়র।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এটা এখনই করা সম্ভব নয়। তবে মাথায় আছে। অন্তত এখান কিভাবে সমাধান করার ব্যবস্থার চিন্তা করছি।
বিশেষজ্ঞরা বলছেন, নগরে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষের ঘুম ভাঙার এখনই সময়।
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, জেগেও যারা ঘুমিয়ে থাকে, তাদের জাগানোর উপায় নেই।
সেক্ষেত্রে ঢাকা ট্রান্সপোর্ট অথরিটিকে আরো তৎপর হওয়ার পরামর্শ তাদের।