ওসমানীনগর সাদিপুরে সড়ক দূঘটনা মৃত্যু ১জন
ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর সাদিপুরে গজিয়া গ্রামের কে’জি স্কুলের সামনে একটি ভয়াবহ সড়কদুর্ঘটনা ঘঠে।
সিলেটগামী মামুন পরিবহনের সাথে সিএনজি অটোরিকশা মুখামুখি সংঘর্ষে সিএনজি চালক ঘঠনাস্তলেই নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ দিকে এই ঘটনাটি ঘঠে। আহত ব্যক্তিরা হচ্ছেন গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রামের কমর মিয়া পরিবারের সদস্য বলে জানাগেছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ওসমানীনগর ফায়ার সার্ভিসের লোক জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।