পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করলো ভারত
পেঁয়াজের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবার দেশের বাহিরে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করলো ভারত সরকার।
সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদভ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বৈদেশিক বাণিজ্য আইন’১৯৯২ এর ধারা ৩ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যে কোন ধরনের পেঁয়াজ (কুচি, পাউডার ও অন্যান্য যে কোন অবস্থায়) রফতানি নিষিদ্ধ থাকবে।