আগামী মৌসুমে দেখা যাবে রিয়ালের জার্সি গায়ে…
চলছে ফুটবল মৌসুমের দল বদল। তাই নিজেদেরকে আরও শক্ত করে ধরতে পছন্দের প্লেয়ারদেরকে বিড করে দলে আনছে দলগুলো। এরই মধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ দলে যোগদান করিয়েছে অস্কার রদ্রিগেজকে। ১১ মিলয়ন ডলার এর বিনিময়ে তারা দলে বিড়িয়েছে থাকে। সিভিয়ার এই ২২ বছর বয়সই এটাকেং মিডফিল্ডারকে আগামী মৌসুমে দেখা যাবে রিয়াল মাদ্রিদ এর জার্সি গায়ে।