ব্যারিস্টার সুমন একাডেমির সাথে হারলো সিলেট জেলা দল
বিস্তারিত ঃ গতকাল শুক্রবার পড়ন্ত বিকেলে এক আমন্ত্রণমূলক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ব্যারিস্টার সাঈদুল হক সুমন ফুটবল একাডেমি এবং সিলেট জেলা দলের। চুনারুঘাটের চন্ডিচড়া চা বাগানের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। সিলেট জেলা দলের পক্ষে বাংলাদেশ লীগের একাদিক খেলোয়াড়ও ছিলেন অন্যদিকে সুমন একাডেমির পক্ষে ছিলেন তার একাডেমির ফুটবলাররা। খেলা শুরুর ১ম অর্ধে এক গোল হজম করে ব্যারিস্টার সুমন একাডেমি তারপর ২য় অর্ধের প্রায় শেষের দিকে ১ গোল প্রতিশোধ করে সুমন একাডেমি এরপর পর পর ২টি গোল সিলেটের জালে জড়ায় ব্যারিস্টার সুমন একাডেমি। ৩-১ গোলের জয় নিয়ে সিলেটের বিপক্ষে মাঠ ছাড়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। তিনি খেলার শেষে বক্তৃতাতে বলেন তিনি চুনারুঘাটের ফুটবলকে অনেকদূর এগিয়ে নিতে চান।সেজন্য তিনি এই একাডেমি নিয়ে কাজ করে যাচ্ছেন।
অপু চৌধুরী,লিমন,বক্কর,সাকি,আরিফ,বিপলুদের দলে প্রয়োজন ছিল
এরকম ফলাফল হতাশাজনক এবং সিলেটের জন্য লজ্জাজনক
নাফিস ইকবাল আংগুর,টাইগার জামিল,সমুজ এদের ছাড়া দল গঠন করা ঠিক হয়নি😑😑😑😑😑